অ্যান্ড্রয়েডে যা কিছু নতুন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪
অক্টোবরে বাজারে আসছে প্রযুক্তি জায়ান্ট গুগলের নতুন পিক্সেল স্মার্টফোন ও পরবর্তী প্রজন্মের সফটওয়্যার। এগুলো সামনে রেখেই সম্প্রতি অ্যান্ড্রয়েডের নতুন লোগো প্রকাশ করেছে গুগল। এ ছাড়া উন্নত উইজেট, লুকে পরিবর্তন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক্সেসিবিলিটি টুল এবং গুগল ওয়ালেট ও অ্যান্ড্রয়েড অটোর জন্য বেশ কিছু ফিচারও আনছে প্রতিষ্ঠানটি।
নতুন লোগো
আগে অ্যান্ড্রয়েড লোগোতে সব অক্ষরই ছিল ছোট হাতের। বর্তমানে বড় হাতের ‘এ’ দিয়ে শুরু হচ্ছে অ্যান্ড্রয়েডের বানান। অক্ষরগুলো থাকছে সামান্য বাঁকানো। মূলত অ্যান্ড্রয়েডকে নতুন করে ব্র্যান্ডিং করতে চাইছে গুগল। জীবন্ত ও বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য রাখতে অ্যান্ড্রয়েড রোবটেও পরিবর্তন আসছে।