![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-01%252F7ff48f14-d29d-4d82-a26f-19c37cd23e7e%252Fbangladesh_government_logo.png%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
রোমানিয়া যেতে ইচ্ছুক কর্মীদের জন্য বোয়েসেলের সতর্কবার্তা
প্রথম আলো
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৫
রোমানিয়া যেতে ইচ্ছুক কর্মীরা যেন প্রতারণার শিকার না হন, এ জন্য সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বোয়েসেলের কোম্পানি সচিব এস এম শফি কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোমানিয়ায় পোশাককর্মী পাঠানোর লক্ষ্যে রোমানিয়ায় সোনোমা স্পোর্টসওয়্যার এসআরএল, বাংলাদেশের ইউরোপীয় ফ্যাশন লিমিটেড ও বোয়েসেলের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির মেয়াদ ৪ সেপ্টেম্বর শেষ হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- যোগ্য কর্মী
- শ্রমিক
- রোমানিয়া