বন্যা-বিপর্যস্ত লিবিয়ায় নতুন আতঙ্ক ল্যান্ডমাইন
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় বন্যায় কয়েক হাজার মানুষ মারা গেছে। যারা বেঁচে আছেন তাদের খাওয়ার পানি নেই। আর জমে থাকা পানির নিচে ল্যান্ডমাইনের ফাঁদ। লিবিয়ার উপকূলবর্তী শহর দেরনা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় মানুষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাদের খাওয়ার পানি নেই। যেখান থেকে খাওয়ার পানি আসে, তার উৎসমুখে বন্যার পানি ঢুকে যাওয়ায় খাওয়ার পানি বিষাক্ত হয়ে গেছে। ফলে দূর থেকে পানি আনা ছাড়া আর কোনও উপায় নেই তাদের।