বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

সমকাল আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২০

রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় আজ সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে কমতে পারে গরমের তীব্রতা। 


আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই-তিন দিন বৃষ্টি বেড়ে গরম কমতে পারে। বাতাসে আর্দ্রতা কমে শুষ্কতা বাড়ছে। ভোরের দিকে হালকা শীতের বাতাসও বইছে। চলতি মাসের শেষের দিকে মৌসুমি বায়ু বিদায় নিলে বিভিন্ন স্থানে কুয়াশা ও শিশির পড়া শুরু করবে। 


রোববার দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে- ১০ মিলিমিটার। আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে- ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহের প্রায় পুরো সময় কেটেছে গরমের মধ্যে। মাঝেমধ্যে কোথাও কোথাও বৃষ্টি ঝরলেও দিনের বড় অংশজুড়ে ছিল কাঠফাটা রোদ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও