আওয়ামী লীগ থেকে বহিষ্কার হচ্ছেন আদম তমিজী হক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে দলীয় শৃঙ্খলাবিরোধী কথাবার্তা ও বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলার ঘটনায় দল থেকে বহিষ্কার হচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তমিজী হক। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি জাগো নিউজকে বলেন, আজ কচি ভাইসহ আমরা ১০-১২ জন নেতা তার (কচি) বাসায় বসেছিলাম। দলের সাধারণ সম্পাদক কাদের ভাই (ওবায়দুল কাদের) সিঙ্গাপুরে। তিনি দেশে ফিরলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বজলুর রহমান বলেন, কার সঙ্গে কার কী এটা আমরা জানি না। কিন্তু তার (তমিজী হক) ভিডিওটি আমাদের যথেষ্ট বিব্রত ও বিভ্রান্ত করেছে। তিনি শুধু দলীয় বিষয় বলেছেন সেটা নয়, বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়েছেন, এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। সে কারণে আমরা তাকে বহিষ্কারের সুপারিশ করবো। তিনি আওয়ামী লীগের বিষয়েও অনেক নেতিবাচক কথা বলেছেন।