জার্মানিতে শহর ছেড়ে গ্রামে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে
গ্রাম ছেড়ে শহরে ছুটছেন মানুষ। ইউরোপসহ বিশ্বের অনেক উন্নত দেশে এমন প্রবণতা দেখা গেলেও উল্টো ঘটনা ঘটছে জার্মানিতে৷ শহর থেকে গ্রামে ফিরতে শুরু করেছেন দেশটির অনেক মানুষ।
জার্মানির কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তথ্য বলছে, ২০১৭ সালের পর ৩০ থেকে ৪৯ বছর বয়সী এবং ২৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ পেশাজীবীদের মধ্যে গ্রামে বসবাসের প্রবণতা বেড়েছে।
বার্লিন ইনস্টিটিউট ফর পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষকেরা বলেন, অতীতের চেয়ে বর্তমানে গ্রামের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। সংস্থার সামাজিক মনোবিজ্ঞানী ফ্রেডেরিক জিক্সটাস বলেন, ২০২১ সালে দুই-তৃতীয়াংশ গ্রামীণ সমাজে জনসংখ্যা বেড়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শহর
- গ্রামে ফেরা