স্ক্রিনশটের লেখা কপি করা যাবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে

প্রথম আলো প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৮

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে কিছু নতুন সুবিধা পরীক্ষা করছে মাইক্রোসফট। এক ব্লগে নতুন এসব সুবিধা আনার কথা জানিয়েছে প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। নতুন হালনাগাদে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের স্নাইপিং টুল থেকে নেওয়া স্ক্রিনশটের লেখা কপি করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।


স্নাইপিং টুল দিয়ে নেওয়া স্ক্রিনশটের লেখা কপি করার সুবিধার নাম টেক্সট অ্যাকশনস। টেক্সট অ্যাকশনস ব্যবহার করে স্ক্রিনশটে থাকা লেখা কপি করে অন্য অ্যাপে পেস্ট করা যাবে ও শেয়ারও করা যাবে। স্নাইপিং টুল অ্যাপের টুল বারে গিয়ে টেক্সট অ্যাকশন বাটনে ক্লিক করে এ সুবিধা ব্যবহার করা যাবে। এ অপশন নির্বাচন করার পর স্ক্রিনশটের ছবিতে থাকা লেখা কপি করতে পারবেন ব্যবহারকারী। স্ক্রিনশটের ছবিতে থাকা সব লেখা কপি করতে Ctrl+a চেপে Ctrl+c চাপতে হবে। টেক্সট অ্যাকশন থেকে স্ক্রিনশটে থাকা সংবেদনশীল তথ্য মুছে ফেলারও সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এ জন্য দ্য কুইক রেডঅ্যাক্ট অপশন নির্বাচন করতে হবে। এ অপশন নির্বাচন করলে স্ক্রিনশটে থাকা ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে