খালিস্তান বিতর্কে বাণিজ্য চুক্তি স্থগিত করল ভারত ও কানাডা
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৬
সম্প্রতি জি ২০ সম্মেলনে ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা ও সমালোচনার পর আসন্ন একটি মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা স্থগিত করেছে কানাডা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন কানাডার বাণিজ্যমন্ত্রী মেরি এনজি।
এ ছাড়া সংক্ষিপ্ত এক বিবৃতিতে একই তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
যদিও চুক্তি বিলম্বের এবং আলোচনা স্থগিতের কোন কারণ জানায়নি কানাডা। বার্তাসংস্থা আল জাজিরা এ খবর জানায়।
শুক্রবার কানাডার বাণিজ্য মন্ত্রী মেরি এনজির মুখপাত্র শান্তি কসেন্টিনো বলেন, “এই সময়ে, আমরা ভারতে আসন্ন বাণিজ্য মিশন স্থগিত করছি।”
এর আগে গত মে মাসে কানাডার বাণিজ্যমন্ত্রী মেরি এনজি এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পীযুষ গয়াল এক যৌথ বিবৃতিতে বলেছিলেন, যে তারা চলতি ২০২৩ সালের শেষ নাগাদ তাদের দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতে আশাবাদী।