You have reached your daily news limit

Please log in to continue


হাথুরুসিংহের জন্য বাংলাদেশের বিশ্বকাপ দল বাছাই কঠিন হয়ে গেল

বিশ্বকাপে যাওয়ার আগে এশিয়া কাপে ভারতের বিপক্ষে গতকাল রাতের জয়কে বড় স্বস্তির বলেছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এশিয়া কাপ সুপার ফোরে আগের দুই ম্যাচ হেরে বিদায় আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সে দুই ম্যাচে হারের ধরন নিয়েও সমালোচনা হয়েছিল। সব মিলিয়ে দলের আত্মবিশ্বাসের পারদও সম্ভবত একটু নিচেই নেমে গিয়েছিল। নইলে আনুষ্ঠানিকতার ম্যাচে জয়কে স্বস্তির বলতেন না হাথুরুসিংহে।

তবে ভারতের বিপক্ষে খেলোয়াড়দের পারফরম্যান্সের পর এক মধুর সমস্যার কথাও বলেছেন লঙ্কান এই কোচ। বাংলাদেশের বিশ্বকাপ দল বাছাই করা এখন নাকি একটু কঠিনই হয়ে গেল! ভারতকে কাল রাতে ৬ রানে হারানোর পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাথুরুসিংহে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন