![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2023September/private-jet-20230916090650.jpg)
রতন টাটাকে টেক্কা, সৌদি রাজপুত্রের কাছে সবচেয়ে দামি বিমান
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৫
মুকেশ আম্বানি, রতন টাটা ও গৌতম আদানিসহ ভারতের ধনকুবেরদের সংখ্যা নেহাত কম নয়। লাখো কোটি টাকার মালিক তারা। বিলাসবহুল জীবনযাপন তাদের। দামি দামি গাড়ি থেকে ব্যক্তিগত বিমান—সবই আছে ভারতীয় ধনকুবেরদের কাছে। কিন্তু অবাক করা বিষয় হলো বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বিমান এই ধনকুবেরদের কারও হাতে নেই।
বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বিমান আছে সৌদি আরবের রাজপুত্র ও ব্যবসায়ী আল ওয়ালিদ বিন তালাল অল সৌদের কাছে। এই বিমানের দাম ভারতীয় মুদ্রায় ৪ হাজার ১০০ কোটি টাকারও বেশি।