
এআইয়ের নিরাপদ ব্যবহার নিশ্চিতে কাজ করবে প্রযুক্তি কোম্পানিগুলো
বণিক বার্তা
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৯
জেনারেটিভ এআইয়ের ব্যবহার ও পরিধি প্রতিনিয়ত বাড়ছে। সেই সঙ্গে ব্যবহারকারীদের নিরাপত্তা, ভবিষ্যৎ প্রযুক্তি খাত নিয়েও শঙ্কা বাড়ছে। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক (এআই) ঝুঁকি পর্যালোচনায় ও এর ইতিবাচক দিক নির্ধারণে উদ্যোগ গ্রহণ করেছে বাইডেন প্রশাসন। এ উদ্যোগে যুক্ত হয়ে কাজ করার অঙ্গীকার করেছে অ্যাডোবি, আইবিএম, এনভিডিয়া, পালান্টির ও সেলসফোর্সসহ বিখ্যাত প্রযুক্তি কোম্পানি।
টেকটাইমসে প্রকাশিত খবরে বলা হয়, গত জুলাইয়ে বাইডেন প্রশাসন কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপদ, বিশ্বাসযোগ্য উন্নয়নে সাতটি এআই ফার্মের কাছ থেকে অঙ্গীকার নিশ্চিত করেছে। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব গিনা রাইমন্ডো, হোয়াইট হাউজ চিফ জেফ জিয়েন্টস ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আট এআই কোম্পানির প্রতিনিধিরা সাক্ষাৎ করেন।