নির্বাহী প্রকৌশলীর দুর্নীতির অভিযোগ তদন্ত করছে না ইইডি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ ও শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের পরও একজন নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ বিগত সাড়ে ৮ মাসেও তদন্ত করেনি শিক্ষা প্রকৌশল অধিদফতর (ইইডি)। ইইডি’র প্রধান প্রকৌশলী বলছেন, দুর্নীতি তদন্তের সক্ষমতা নেই তাদের। অন্যদিকে সংশ্লিষ্টরা বলছেন, কোনও না কোনও প্রভাবের কারণে তদন্ত করতে পারছে না অধিদফতর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ নভেম্বর শিক্ষা প্রকৌশল অধিদফতরে দুর্নীতি এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পত্র দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে। ওই চিঠির সূত্র উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) প্রধান প্রকৌশলীকে তদন্তের নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের ২০২২ সালের ২১ ডিসেম্বরের ওই চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দাখিল করা অভিযোগের বিষয়ে তদন্ত করে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাঠাতে হবে। কিন্তু সাড়ে আট মাস পার হয়ে গেলেও তদন্ত শুরু করেননি প্রধান প্রকৌশলী।