কুড়িগ্রামে অদ্ভুত আকৃতির বাছুর দেখতে ভিড়
কুড়িগ্রামে দুই মুখ, দুই নাক বিশিষ্ট এক বাছুরের জন্ম দিয়েছে। অদ্ভুত আকৃতির এই বাছুরের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়ায় সদ্যজাত বাছুরটিকে একনজর দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের কৃষক মো. হাতেম আলীর বাড়িতে দুই মুখ, দুই নাক বিশিষ্ট বাছুরটির জন্ম হয়। বাছুরটিকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন মানুষজন। গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে কৃষক মো. হাতেম আলীর বাড়িতে একটি গাভী দুই মুখ, দুই নাক বিশিষ্ট বাছুর প্রসব করে। এখন পর্যন্ত বাছুরটি সুস্থ রয়েছে।
গরুর মালিক হাতেম আলী বলেন, আমি কৃষক মানুষ। বাড়িতে দুইটি দেশি জাতের গাভী পালন করি। এই গাভীটি ১০ মাস হলো শাহীওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়েছিলাম। মঙ্গলবার রাতে এমন বাছুর জন্ম নিলো। নিজ থেকে দুধ টেনে খেতে পারে না। ফিডারে করে দুধ খাওয়াতে হয়। দুইদিন থেকে আমার সাংসারিক কাজ করতে পারছি না। এই বাছুরের পিছনে সময় দিতে হচ্ছে। আমি কোনদিন দেখিনি এধরনের বাছুর জন্ম নেয়।