বর্তমান সরকারের পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যারা প্রতি পদে-পদে দুর্নীতি করে, তাদের পক্ষে মশা নিধন করা সম্ভব নয়। ডেঙ্গু এরা কোনো দিনও রোধ করতে পারবে না। মশা যদি নিজে-নিজে চলে যায়, বিদায় হয়ে যায়, তাহলে ঠিক আছে। এরা মশা নিধন করবে না। মশা যদি নিজ উদ্যোগে বিদায় নেয়, তাহলে ডেঙ্গু রোধ হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শনির আখড়া বর্ণমালা স্কুলের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন।