You have reached your daily news limit

Please log in to continue


জি২০ ঢেউয়ে সওয়ার হয়ে নির্বাচনে নামছেন মোদি

জি২০ সম্মেলন ছিল বৈশ্বিক পর্যায়ে ভারতের জন্য বড় মুহূর্ত। এটা ভারতকে আন্তর্জাতিক ইস্যু নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে। সেইসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাষ্ট্রপ্রধান হিসেবে বৈশ্বিক প্রেক্ষাপটে গ্রহণযোগ্যতা প্রমাণেরও সুযোগ দিয়েছে।

কয়েকজন বিশ্লেষক বলছেন, এ সম্মেলন কয়েকটি প্রত্যক্ষ ফল এনেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচন ও কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন সামনে রেখে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের নেতা মোদির ভাবমূর্তি উজ্জ্বল করে দেখাচ্ছে। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। গত শনি ও রোববার ভারতের রাজধানী দিল্লিতে জি২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে ভারতজুড়ে যেসব ব্যানার-পোস্টার লাগানো হয়, তার প্রায় সবক’টিতেই ছিল নরেন্দ্র মোদির মুখ। যখন সম্মেলন চলছিল, স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মোদিকে আন্তর্জাতিক নেতা হিসেবেই উপস্থাপন করছিল। সফলভাবে সম্মেলন শেষ করতে পারায় তাঁকে প্রশংসায় ভাসাচ্ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন