ভুলে এয়ারপড খেয়ে ফেলেছিলেন তিনি

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৬

ভিটামিন বড়ি খেতে গিয়েছিলেন। পাশেই ছিল দুটি ব্লুটুথ এয়ারপড। ভুলে ওষুধের বদলে হাতে তুলে নেন একটি এয়ারপড। এরপর খেয়ে ফেলেন সেটি। কিছুক্ষণ পর হুঁশ হয়। বুঝতে পারেন, বড় ভুল করে ফেলেছেন। বিচিত্র এই ঘটনা ঘটিয়েছেন তান্না বার্কার নামের এক নারী।


তান্নার বাড়ি যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে। ঘরবাড়ি কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত তিনি। বয়স ৫২ বছর ছুঁয়েছে। গত শুক্রবার বাড়িতে ওষুধ খাওয়ার সময় এই বিড়ম্বনায় পড়েন তান্না। এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলেন। তাই অন্যমনস্ক ছিলেন। এর মধ্যে ভুল করে এই কাণ্ড ঘটান।


তান্না জানান, বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে ওষুধ খেতে গিয়ে পাশে পড়ে থাকা একটি এয়ারপড হাতে তুলে নিয়েছিলেন তিনি। পরে তা খেয়ে ফেলেন। কথা বলতে বলতে বুঝতে পারেন, পাশে ভিটামিন বড়ি রয়ে গেছে। আর এয়ারপড চলে গেছে পেটে।


ওই এয়ারপড তাঁর স্বামী ব্যবহার করতেন। এ ঘটনা দ্রুত স্বামীকে জানান তিনি। পরে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হন। তবে পুরো ঘটনাটি জানিয়ে একটি ভিডিও বানান তান্না। ভিডিওটি তিনি টিকটকে পোস্ট করেন। ২০ লাখের বেশি মানুষ তান্নার ওই ভিডিও দেখেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও