![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/09/14/904f80023df016a9cc593ac9cef76232-6502a2c9cf911.jpg)
ফাটকাদের বিষয়ে সজাগ থাকতে হবে: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, এখানে যাঁরা ফাটকা ব্যবসায়ী রয়েছেন, তাঁদের বিষয়ে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন তাঁরা সুযোগ না নিতে পারেন। গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) সংযোগে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘আজকে হোম লোন থেকে শুরু করে সব জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ী যাঁরা আছেন, বাজারভিত্তিক যেখানে প্রয়োজন পড়ছে সেখানে আপনারা চলে যাচ্ছেন। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশাপাশি এনবিএফআই প্রতিষ্ঠানগুলো বড় ভূমিকা রাখছে। এনবিএফআইগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে গ্রাহকদের মধ্যে আস্থার জায়গা তৈরি করতে হবে।’
বাংলাদেশের প্রেক্ষাপটে এনবিএফআইয়ের সেবা ও কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার প্রয়াস থেকেই বণিক বার্তা ও বিএলএফসিএ দিনব্যাপী এই সংযোগের আয়োজন করেছে। সংযোগের অংশ হিসেবে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে ‘মিট দ্য লিডারস’ নামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আর্থিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।