আজ শুধু শ্রীলঙ্কা নয়, বৃষ্টিও পাকিস্তানের প্রতিপক্ষ!
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৭
শ্রীলঙ্কাকে হারিয়ে সবার আগে এশিয়া কাপের ফাইনালে নাম লিখেছে ভারত। ফলে আজ বৃহস্পতিবার পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি অলিখিত ফাইনাল হিসেবে রূপ নিয়েছে। কিন্তু কলম্বোর আজকের আবহাওয়া রিপোর্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের। যে অবস্থা তাতে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি বৃষ্টির বাধার মুখে পড়তে পারে।
আজ যে দলই জিতবে তারা ভারতের সঙ্গে শিরোপা নির্ধারণী ফাইনাল খেলতে নামবে রবিবার। ম্যাচটা শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।
কলম্বো শহরে এই মুহূর্তে বৃষ্টি হয়তো নেই। কিন্তু প্রচণ্ড দমকা হাওয়া বহমান। আবহাওয়া প্রতিবেদনে বলা হচ্ছে পুরো দিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে। এই অবস্থায় ম্যাচটা পরিত্যক্ত হওয়ার শঙ্কাও জাগছে। তেমনটা হলে শ্রেয়তর রানরেটের হিসাবে স্বাগতিক শ্রীলঙ্কা ফাইনালে নাম লেখাবে। বাদ পড়বে পাকিস্তান।
- ট্যাগ:
- খেলা
- এশিয়া কাপ
- পাকিস্তান-শ্রীলঙ্কা