আসছে তিন হাজার কোটি টাকার গৃহঋণ, পাবেন তিন শহরের বাইরের গ্রাহক
প্রান্তিক মানুষদের বাড়ি নির্মাণে ঋণ দিতে ইসলামি উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) থেকে তহবিল পেয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। এই তহবিলের আকার ২৯ কোটি ৬৩ লাখ ডলার বা ৩ হাজার ২৬০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা হিসাবে) এবং এই ঋণের পুরোটা পাবেন তুলনামূলকভাবে সুবিধাবঞ্চিত ও বড় শহরে বাস করেন না, এমন মানুষেরা। আগামী জানুয়ারি থেকে এ ঋণ কর্মসূচি শুরুর পরিকল্পনা করছে সরকারি প্রতিষ্ঠানটি।
বিএইচবিএফসি বলছে, বর্তমানে যে ঋণ দেওয়া হয়, তার ৭৫ শতাংশই দেওয়া হয় ঢাকা ও চট্টগ্রাম শহরের বাইরের গ্রাহকদের। নতুন যে তহবিলটি তাদের কাছে আসছে, তার পুরো অর্থ ঋণ হিসেবে দেওয়া হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি করপোরেশন বহির্ভূত এলাকায়। অর্থাৎ বাড়ি নির্মাণের এই ঋণ পেতে গ্রামীণ এলাকার মানুষ অগ্রাধিকার পাবেন। বিনিয়োগের সময় আইএসডিবি সরকারি এই গৃহনির্মাণ ঋণদানকারী প্রতিষ্ঠানকে এমন শর্তের কথা জানিয়ে দিয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ঋণ সুবিধা
- গৃহঋণ