বাথরুম দুর্গন্ধমুক্ত রাখার ৮ টিপস

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৯

সুবাসিত ও দুর্গন্ধমুক্ত বাথরুম পেতে চাইলে দৈনন্দিন কয়েকটি অভ্যাসে পরিবর্তন আনা জরুরি। নাহলে বাথরুমে যেমন দুর্গন্ধ হবে, তেমনি আনাগোনা বাড়বে ব্যাকটেরিয়ার। জেনে নিন বাথরুম সুবাসিত রাখার কিছু টিপস।



  • বাথরুম প্রতিদিন পরিষ্কার করুন। সপ্তাহে একদিন ডিপ ক্লিন করবেন।

  • বাথরুমে জানালা থাকলে প্রতিবার ব্যবহারের পর ১৫ মিনিটের জন্য সেটা খুলে রাখুন। এছাড়া এগজস্ট ফ্যান সেট করে নিন একটা।

  • বাথরুমে গাছ রাখুন। গাছ অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশ সতেজ রাখে।

  • সুগন্ধি সাবান ব্যবহার করুন। বাথরুমজুড়ে থাকবে মনোরম গন্ধ।

  • সুগন্ধির প্যাকেট ঝুলিয়ে দিন। ধীরে ধীরে সুগন্ধ ছড়িয়ে পড়বে। একটি প্যাকেট বেশ কিছুদিন কাজ করবে।

  • টয়লেটের ট্যাংকে কিছুটা সুগন্ধি ডিটারজেন্ট ঢেলে দিন। প্রতিবার ফ্ল্যাশ ব্যবহারের সঙ্গে সঙ্গে এই ডিটারজেন্ট সুগন্ধ ছড়িয়ে দেবে।

  • বাথরুমে দুর্গন্ধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে ভেজা তোয়ালে রেখে দেওয়া। ভেজা তোয়ালে কড়া রোদে শুকিয়ে রাখবেন।

  • এসেনশিয়াল অয়েল মিক্স করা ডিফিউজার রাখুন বাথরুমে। বাতাসে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়বে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও