![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-09%252Fe78d7604-47c2-4d66-af12-6859a8dee7ed%252FIMG_9778.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
সুনেরাহ্ সাজলেন ‘অন্তর্জাল’ সিনেমার চরিত্রে
প্রথম আলো
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৭
সুনেরাহ বিনতে কামাল নিজের সাজপোশাক নিয়ে বরাবরই বেশ খুঁতখুঁতে। যা চাচ্ছেন একদম সে রকম না হওয়া পর্যন্ত হাল ছাড়েন না। বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছেন ফেস্টিভাইবের ক্রিয়েটিভ ডিরেক্টর এবং স্বত্বাধিকারী নাশরিন সুলতানা। মেরিল–প্রথম আলো–২০২২ অনুষ্ঠানে সুনেরাহর পোশাকটিতে ছিল অনেক কিছুর সংমিশ্রণ।
সামনেই মুক্তি পাচ্ছে সুনেরাহর ছবি অন্তর্জাল। সে ছবির নিজের চরিত্রটি যেমন ফুটিয়ে তুলতে চেয়েছেন, একইভাবে অনেক বছরের শখ, আহ্লাদ, ইচ্ছা আর রংটাও চেয়েছিলেন এই পোশাকে। পোশাকটি বানানো শেষে ট্রায়াল দেওয়ার দিন ‘নকশা’ দলও উপস্থিত হয়েছিল ফেস্টিভাইবে। হাতে সময় আছে আর তিন দিন। পোশাকটি পরার আগে সুনেরাহ বলে দিলেন আরও কিছু যোগ-বিয়োগের কথা। শেষ মুহূর্তে শুরু হয়ে গেল আবারও তোড়জোড়।