অভিভাবকদের চিন্তায় যখন ‘ভালো কলেজ’
এ মুহূর্তে দেশের ১৩ লাখের বেশি পরিবার সন্তানের কলেজ-ভর্তি নিয়ে চিন্তা করছে। কোন কলেজ ভালো এবং কোন কলেজ খারাপ—এ নিয়ে অভিভাবকেরা যাঁর যাঁর মতো খোঁজখবর নিচ্ছেন। স্কুল-কলেজের শিক্ষক, পাড়া-প্রতিবেশী ও অভিজ্ঞ শিক্ষার্থীদের জিজ্ঞাসা করে বোঝার চেষ্টা করছেন, কোন কলেজটি ভালো। কিন্তু শেষ পর্যন্ত এসএসসি পাস করা খুব অল্পসংখ্যক শিক্ষার্থীই তার মনমতো কলেজে ভর্তি হতে পারবে।
সাধারণভাবে ধরে নেওয়া হয়, যে কলেজের এইচএসসি পরীক্ষার ফল ভালো, সেটি ভালো কলেজ। আর যে কলেজের এইচএসসি পরীক্ষার ফল খারাপ, সেটি খারাপ কলেজ। কিন্তু এটি ভালো কলেজ বা খারাপ কলেজের প্রধান পরিচয় হতে পারে না। কারণ, বিগত বছরগুলোর এইচএসসির ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, যেসব কলেজ ভালো শিক্ষার্থীদের ভর্তি করেছে, সেসব কলেজের ফল ভালো হয়েছে। আর এটাই তো স্বাভাবিক, এসএসসিতে ভালো ফলধারীরা এইচএসসিতেও ভালো করবে।
- ট্যাগ:
- মতামত
- অভিভাবক
- শিক্ষাব্যবস্থা
- শিক্ষাব্যয়