কি-বোর্ড কাজ না করলে যা করবেন
দেশ রূপান্তর
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৩
অনেক সময়ই দেখা যায় ল্যাপটপ বা ডেস্কটপের কি-বোর্ড ঠিকমতো কাজ করছে না। সাধারণত ধুলা-ময়লা জমেই বেশি খারাপ হয় কি-বোর্ড। আবার কি-বোর্ড ড্রাইভারে বার্ক থাকলেও সমস্যা হতে পারে। কনফিগারেশনের গোলমালও সমস্যা তৈরি করতে পারে। কয়েকটি উপায়ে ঠিক করা যায়
কি-বোর্ড কাজ না করলে একবার ল্যাপটপ রিস্টার্ট করে দেখা যেতে পারে। সফটওয়্যার সংক্রান্ত কোনো গোলমাল থাকলে মিটে যাবে।নিয়মিত পরিষ্কার নরম কাপড় দিয়ে কি-বোর্ড মুছে রাখা দরকার।ওয়্যারলেস কি-বোর্ড ব্যবহার করলে খেয়াল রাখতে হবে, ব্যাটারি ঠিক আছে কিনা।কম্পিউটার এবং হার্ডওয়্যারের ক্ষেত্রে ড্রাইভার খুব গুরুত্বপূর্ণ। তাই তা আপডেট করা দরকার। সার্চ বক্সে গিয়ে Device Manager খুঁজে Keyboard-এ গিয়ে ডবল ক্লিক করতে হবে।