রাজনীতিতে ভাঁড়ামি উৎসব

দেশ রূপান্তর মোস্তফা কামাল প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৯

পরস্পরকে ঘায়েল করতে গিয়ে রাজনীতির মাঠে এখন ননস্টপ সার্কাস আর ভাঁড়ামির শোডাউন। বাকস্বাধীনতার এই আচানক মেগা শোতে, যার মুখ দিয়ে যা আসছে বলছেন। ধিক্কার জানানোর কেউ নেই। বরং মিলছে করতালি। সঙ্গে মিডিয়া কাভারেজ। রুচি-শিষ্টাচার এখানে একদম অপ্রাসঙ্গিক।


দেশে ডেঙ্গুতে প্রতিদিন কত মানুষ মরছে, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে কতজন সর্বহারা হচ্ছেন; তার চেয়ে ‘উন্নয়নের গীত’ আর ‘গণতন্ত্রের ছবক-বয়ান’ই গুরুত্বপূর্ণ খবর। সামনে যে সার সংকটের ভয়ানক শনি ঘুরছে, এটিও সংবাদ নয়। এর চেয়ে দামি সংবাদ যুক্তরাষ্ট্রের সাপোর্ট কোনদিকে বেশি, ভারত এবার কী ভূমিকা নেবে, কার মামলা ঠেকাতে কে চিঠি দিল, সেলফিতে কে বেশি হিট ভাইরাল? মানুষ কেবলই দশর্ক-শ্রোতা। নইলে বিনোদিত। যেমন বিনোদিত বুবলি-শাকিবের ছেলে বীর আজ কী খেয়েছে, সেই সংবাদে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও