কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোদির সঙ্গে বৈঠকে ভারতে মানবাধিকারের প্রসঙ্গ তুলেছেন বাইডেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০২

জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনের আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাইডেন বৈঠক করেন এবং সেখানেই ভারতে মানবাধিকারের প্রসঙ্গটি তোলেন তিনি।


সোমবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন- তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ভারতে মানবাধিকার এবং স্বাধীন গণমাধ্যমের গুরুত্বের মতো বিষয়গুলো উত্থাপন করেছেন। বাইডেন জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানীতে ছিলেন এবং সেখানে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি।


পরে জি-২০ শীর্ষ সম্মেলন শেষ হওয়ার আগেই রোববার ভিয়েতনামের উদ্দেশে ভারত ত্যাগ করেন মার্কিন প্রেসিডেন্ট।


বিবিসি বলছে, মানবাধিকার কর্মী এবং গোষ্ঠীগুলো নরেন্দ্র মোদির অধীনে ভারতের মানবাধিকারের ক্রমবর্ধমান অবনতি নিয়ে প্রশ্ন তুলেছে। ২০১৪ সালে মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে ভারতে সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে মুসলমানদের ওপর আক্রমণ বেড়েছে বলে অভিযোগ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও