কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


গরিবের টাকায় ওসিকে এসি দেন সংসদ সদস্য

হবিগঞ্জের বাহুবল থানার বদলি হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম খান যে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) খুলে নিয়ে গেছেন, তা লাগানো হয়েছিল গরিব মানুষের জন্য সরকারের দেওয়া টেস্ট রিলিফ বা টিআরের টাকায়। 

স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ টিআরের একটি প্রকল্পের মাধ্যমে থানায় ওসির কক্ষে ও তাঁর সরকারি বাসভবনে ওই এসি লাগিয়ে দিয়েছিলেন। 

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খানকে গত মাসে একই জেলার মাধবপুর থানায় বদলি করা হয়। তিনি বদলির আদেশ পাওয়ার পর গত ১০ আগস্ট থানা ও সরকারি বাসভবনে স্থাপিত দুটি এসি খুলে নিয়ে যান। তিনি এসির সঙ্গে থানায় সমাজসেবকদের দান করা আসবাব ও সৌন্দর্যবর্ধনের সামগ্রীও নিয়ে যান। 

বিষয়টি নিয়ে ১ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘সরকারি অর্থে কেনা থানার দুটি এসি খুলে নিলেন বদলি হওয়া ওসি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে অনুসন্ধান করে জানা যায়, এসি দুটি কেনা হয়েছিল টিআরের টাকায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন