![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2023%2F09%2F11%2Fkanakchapa-1-8189ec19c8de51ce613889d520cda7ce.jpg%3Fjadewits_media_id%3D877764)
জন্মদিনে নতুন গান দিলেন কনকচাঁপা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২২
দেশের সফলতম নারীকণ্ঠ কনকচাঁপা। সিনেমার গান থেকে অডিও অ্যালবাম, সবখানেই তার সুরেলা কণ্ঠ মোহ ছড়িয়েছে। অসংখ্য কালজয়ী গানে সময়ের সঙ্গে সঙ্গে তিনিও হয়ে উঠেছেন কিংবদন্তি। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) নন্দিত এই শিল্পীর জন্মদিন। ১৯৬৯ সালের এই দিনে পৃথিবীর আলোয় এসেছিলেন তিনি।
যার জন্মদিন, সাধারণত তিনিই উপহার পান। তবে শিল্পীজীবনে প্রাপ্তির চেয়ে দেওয়াতেই যেন অধিক আনন্দ। সেটাই দৃশ্যমান হলো আরও একবার। নিজের জন্মদিনে কনকচাঁপাই উপহার দিলেন তার ভক্তদের। আর সেটা হলো- তার কণ্ঠে নতুন গান।
গানটির শিরোনাম ‘যেখানে তোমার পৃথিবী মুখর’। এটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর ও সংগীতায়োজন করেছেন মইনুল ইসলাম খান। সীমিত পরিসরে ধারণ করা একটি ভিডিও আকারে গানটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে উন্মুক্ত করেছেন শিল্পী।