প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

জাগো নিউজ ২৪ প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই শীর্ষ নেতার বৈঠক চলছে।


এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন ম্যাক্রোঁ। এসময় টাইগার গেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।


সফরসূচি অনুযায়ী, আজ সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসবেন হাসিনা-ম্যাক্রোঁ। প্রথমে প্রতিনিধি পর্যায়ের আলোচনা চামেলী হলে, পরে শিমুল হলে সীমিত পর্যায়ে একান্ত আলোচনা, এরপর করবী হলে দুই নেতার উপস্থিতিতে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হবে। এরপর সেখানে যৌথ প্রেস ব্রিফিং করবেন শেখ হাসিনা ও ম্যাক্রোঁ। পরে টাইগার গেটে পরিদর্শন বইয়ে সই করে বিদায় নেবেন ফরাসি প্রেসিডেন্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও