কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সার্কুলার ইকোনমি নিয়ে সুস্পষ্ট জাতীয় পরিকল্পনা দরকার

বণিক বার্তা পাপলু রহমান প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৪

টেকসই অর্থনীতিতে ‘‌সার্কুলার ইকোনমি’ বা বৃত্তাকার অর্থনীতির প্রসার বাড়ছে। বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোয় ‘‌সার্কুলারিটি মডেল’ রূপান্তরের যাত্রা হয়েছে। দেশে এখন পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রথাগত যে অর্থনীতি তা রৈখিকভাবে (লিনিয়ার মডেল) চলে। অর্থাৎ আমরা উৎপাদন করি, ভোগ করি এবং ছুড়ে ফেলি। এ কারণে লিনিয়ার ব্যবসায়িক মডেল টেকসই নয়। 


বিশ্বে তৈরি পোশাকের (আরএমজি) দ্বিতীয় বড় উৎপাদক হিসেবে বাংলাদেশের সার্কুলার ইকোনমিতে দারুণ সম্ভাবনা রয়েছে। কারণ আরএমজি বর্জ্য উৎপাদনেও বাংলাদেশ দ্বিতীয়। সার্কুলার ইকোনমির চাবিকাঠি হলো বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার ও রিসাইকেল। যাকে থ্রি-আর বলা হয়। এর লক্ষ্য সীমিত সম্পদ ব্যবহার করে অধিক উপযোগিতা তৈরি করা। এতে উৎপাদক ও ক্রেতা উভয়ই লাভজনক হতে পারে। সেক্ষেত্রে শিল্পোত্তর বর্জ্যের সব সম্ভাবনা কাজে লাগাতে হবে।


বিশ্ব অর্থনীতিতে জলবায়ু পরিবর্তন, জ্বালানি সংকট, পরিবেশগত ঝুঁকি, সুপেয় পানির অভাব ও কর্মসংস্থান বৃদ্ধির মতো প্রতিবন্ধকতা বাড়ছে। এসব সংকটের একক সমাধান হতে পারে সার্কুলার ইকোনমি। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিবেশবান্ধব কারখানা প্রচলিত কারখানার তুলনায় ৪০ শতাংশ কম কার্বন নির্গত করে। পানি রিসাইকেলিং ও জীবাশ্ম জ্বালানি সাশ্রয়ের ব্যবস্থা থাকে। এখন বিশ্বের সেরা ১৫টি পরিবেশবান্ধব কারখানার ১৩টিই বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) প্রত্যয়িত বাংলাদেশের পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা ২০০। যার মধ্যে ৭৩টি কারখানাই প্লাটিনামরেটেড। এ তালিকায় নাম লেখানোর অপেক্ষায় আরো ৫০০টি কারখানা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) টেকসই রূপকল্পে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ কার্বন নির্গমন হ্রাসকরণ, ৫০ শতাংশ টেকসই কাঁচামালের ব্যবহার, ৫০ শতাংশ ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাসকরণ, ১০০ শতাংশ জেডডিএইচসি রাসায়নিক ব্যবহার, ৩০ শতাংশ জ্বালানি ব্যবহার হ্রাস, ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং ৩০ শতাংশ বন উজাড় হ্রাসকরণের কথা বলা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও