কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংসদে মাইক-বিভ্রাট: প্রায় দুই ঘণ্টা পর অধিবেশন শুরু

জাগো নিউজ ২৪ জাতীয় সংসদ ভবন প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৪

শব্দযন্ত্র বিভ্রাটের কারণে জাতীয় সংসদের অধিবেশন প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখার পর পুনরায় শুরু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে ৪টা ৪৮ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়। কিছুক্ষণ পরই মাইকে গোলযোগ দেখা দেয়। তখন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন ১০ মিনিটের জন্য স্থগিত করেন। মাগরিবের বিরতির পর ৬টা ৪০ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়।


অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। এরপর সমাজকল্যাণ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল-২০২৩ এর ওপর সংসদীয় কমিটির প্রতিবেদন উপস্থাপনকালে অধিবেশন কক্ষের মাইক বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ব্যবস্থায় হ্যান্ড মাইক দিয়ে রিপোর্ট উপস্থাপন শেষ করেন। এরপর হ্যান্ডমাইক দিয়ে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল-২০২৩ ও জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিলের রিপোর্ট উপস্থাপন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও