কডাল রিগ্রেশন সিনড্রোমেও স্বাভাবিক জীবন সম্ভব
জন্মগত কারণে শিশুদের কডাল রিগ্রেশন সিনড্রোম দেখা দিতে পারে। মেরুদণ্ডের নিম্নাংশ যেমন সেক্রাম ও কক্সিস তৈরি না হলে তাকে কডাল রিগ্রেশন সিনড্রোম বলে। ৭ হাজার ৫০০ জীবিত শিশুর মধ্যে একজনের এই রোগ দেখা যায়।
মাতৃগর্ভে থাকতে চতুর্থ সপ্তাহে যখন দেহের নানা অঙ্গপ্রত্যঙ্গ তৈরি শুরু হয়, তখন এই রোগ সৃষ্টি হয়। কিন্তু এদের মূল নার্ভাস সিস্টেম ভালো থাকে।
এ সমস্যা দেখা দিলে যেসব সমস্যা হয়, সেগুলোর মধ্যে রয়েছে—দুই পা ছোট, পা অবশ, পা নাড়াতে না পারা, পিঠ বাঁকানো, প্রস্রাব ধরে রাখতে না পারা বা প্রস্রাব আটকে যাওয়া, জননতন্ত্রের বাইরের অংশ সঠিকভাবে তৈরি না হওয়া, পায়খানার রাস্তার সর্বশেষ অংশ অসম্পূর্ণ থাকা ইত্যাদি।
পিঠে একটি সূক্ষ্ম ছিদ্র থাকতে পারে যা স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত। এ পথে সংক্রমণ ভেতরে ঢুকে মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। এই রোগ একটি জন্মগত সমস্যা হলেও একই পরিবারে আরেক শিশুর হবে, সে রকম কোনো কথা নেই। সবার সব লক্ষণ না–ও থাকতে পারে।