![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2020%2F01%2F07%2F75872cae7df4e633cc0200ef30aa2a77-5e14233ad1e61.jpg%3Fjadewits_media_id%3D646744)
এলপিজির মুনাফাখোরদের আর ছাড় নয়
বাজারে এলপিজির দাম সরকার নির্ধারণ করে দেয়। কিন্তু ভোক্তা সেই দামে এলপিজি পায় না। ডিলার, পাইকারি আর খুচরা ব্যবসায়ীদের অতি মুনাফা করার প্রবণতায় ঠকছে গ্রাহক। দীর্ঘদিন থেকে এমন অভিযোগ করা হলেও কোনও ফল হচ্ছিল না। এবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সরাসরি মাঠে নেমেছে। কমিশন চেয়ারম্যান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা অথবা কোম্পানি—যেই বেশি দাম নেবে তাকেই জরিমানা করবো।
সম্প্রতি এই অভিযান শুরু করেছে তারা। প্রতিমাসে এলপিজির দাম নির্ধারণ করে দেয় কমিশন। কিন্তু বাজারে বেশিরভাগ সময় নির্ধারিত দামে এলপিজি পাওয়া যায় না। এরই পরিপ্রেক্ষিতে এবার মাঠে নেমেছে তারা।
শনিবার (৯ সেপ্টেম্বর) গাজীপুরে একজন খুচরা এবং একজন পাইকারি দোকানদারকে জরিমানা করেছে বিইআরসি গঠিত কমিটি। গত কয়েক দিনে ৬ জনকে জরিমানা করা হয়। গত সপ্তাহে নারায়ণগঞ্জে দুইজনকে, আগস্ট মাসের শেষ সপ্তাহে চাঁদপুরে দুইজনকে জরিমানা করেছে তারা।