‘রাজনৈতিক দলের প্রতি মানুষ আস্থা আনতে পারছে না’
রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষ আস্থা আনতে পারছে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস।
তিনি বলেন, যারা ৩১ দফা দিয়েছেন তারা ক্ষমতায় গেলে আসলেই কী তা বাস্তবায়ন করবেন? তত্ত্বাবধায়ক যদি হয়, বিএনপি জোট যদি ক্ষমতায় আসে তাহলে তারাই কিন্তু এটা বাতিল করে দেবে। আওয়ামী লীগ যেমন করেছে। অনেকগুলো দফা তারা দেয়। পরে তারাই সেটা মানে না।
রোববার (১০ সেপ্টেম্বর) ‘সমঝোতা নাকি সহিংসতা: কোন পথে আমরা?’ শীর্ষক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এই সভার আয়োজন করে।
ড. রোবায়েত ফেরদৌস বলেন, ক্ষমতার ঝুঁকিই হচ্ছে স্বৈরাচারী হয়ে যাওয়া। এজন্য সবসময় ক্ষমতাকে পাহারা দিয়ে রাখতে হয়। কিন্তু আমাদের কোথাও এই জায়গা তৈরি হচ্ছে না। নষ্ট হয়ে গেছে।
কেউই দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই বিধান আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।