স্মার্টফোন চার্জ দিয়ে বছরে বিদ্যুৎ খরচ কত হবে?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৬

কমবেশি এখন সবাই স্মার্টফোন ব্যবহার করছেন। অনেকে একাধিক স্মার্টফোনও ব্যবহার করেন। আবার ঘরের অন্যান্য সদস্যদের স্মার্টফোন মিলিয়ে সবার বাড়িতেই ৩-৪টি স্মার্টফোন রয়েছে। কিন্তু এতগুলো ফোন ফুল চার্জ করে মাসে বিদ্যুৎ খরচ কত হচ্ছে, সেই হিসাব রাখছেন কি?


চলুন জেনে নেওয়া যাক একটি স্মার্টফোন প্রতিদিন ২বার ফুল চার্জ করে বছরে আপনার বিদ্যুৎ খরচ কত হবে-


এ বিষয়ে লরেন্স বার্কলে ল্যাবের পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়, যদি কোনো স্মার্টফোনে ৩ থেকে ৭ ওয়াটের মধ্যে কোনো চার্জিং অ্যাডপ্টার ব্যবহার করা হয় সেক্ষেত্রে ২ ঘণ্টা চার্জ দিলে খরচ হয় .০০৬ থেকে .০১৪ ইউনিট বিদ্যুৎ।


অর্থাৎ যদি আপনি প্রতিদিন ২ ঘণ্টা করে নিজের স্মার্টফোন চার্জ করেন তাহলে সারা বছরে আপনার মোট ২ থেকে ৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। যদি প্রতি ইউনিটের দাম ৭ টাকা হলে ফোন চার্জের জন্য প্রতি বছর খরচ ৭×২=১৪ টাকা থেকে ৭×৫=৩৫ টাকা। সারাবছর যদি চারটি ফোন ব্যবহার করেন তাহলে খরচ হবে ১৪×৪= ৫৬ থেকে ৩৫×৪=১৪০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও