মোদির সামনে ‘ভারত’ প্ল্যাকার্ড
ভারতের রাজধানী দিল্লিতে আজ শনিবার শুরু হয়েছে জি-২০ সম্মেলন। বিশ্ব নেতাদের উপস্থিতিতে গোটা দুনিয়ার চোখ এখন দেশটিতে। আর এই আয়োজনে ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ ন্যামপ্লেটের সামনে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশের নাম বদলে ফেলার যে এজেন্ডা হাতে নিয়েছে বিজেপি সরকার, তারই শক্ত বার্তা এখান থেকেই।
দিল্লির প্রগতি ময়দানের ভারত মান্দাপাম কনভেনশন সেন্টারে সম্মেলন শুরু হয়েছে সম্মেলন। মোদি আফ্রিকান ইউনিয়নের জি-২০ তে স্থায়ী সদস্যপদ লাভের ঘোষণা দিয়েছেন এই মঞ্চ থেকেই। তিনি যেখানে বসে ছিলেন ঠিক সামনেই ইন্ডিয়ার (INDIA) বদলে ‘ভারত’ লেখা প্ল্যাকার্ডটি নজরে আসে।
বিশ্বের কোনও আন্তর্জাতিক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বা শীর্ষপর্যায়ের নেতারা অংশ নিলে দেশের নাম ‘ইন্ডিয়া’ লেখা প্ল্যাকার্ড থাকতো। কিন্তু সেই নামের ফলকই দেখা যাচ্ছে না।