ভারত–পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে নিয়ে ভারতের সাবেক পেসারের ক্ষোভ
এশিয়া কাপের সুপার ফোরে রোববার ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে যোগ করা হয়েছে। এই টুর্নামেন্টে ফাইনাল ছাড়া এটাই একমাত্র ম্যাচ, যেখানে রিজার্ভ ডে (অতিরিক্ত একটি দিন) আছে। সুপার ফোরে খেলা চার দলের মধ্যে বিশেষ দুটি দলের প্রতি এমন পক্ষপাত দেখে খেপেছেন অনেকেই। গতকাল সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে রিজার্ভ ডে নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানান। এবার এ ধরনের সিদ্ধান্তকে নির্লজ্জ ও অনৈতিক বলে মন্তব্য করেছেন ভারতের কিংবদন্তি পেসার ভেঙ্কটেশ প্রসাদ।
গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখার খবরটি প্রকাশ করে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো। তারা জানায়, এ দুটি ম্যাচে রিজার্ভ ডে যোগ করা হলেও ম্যাচের নির্ধারিত দিনেই খেলা শেষ করার চেষ্টা করা হবে। প্রয়োজনে ম্যাচের দৈর্ঘ্যও কমানো হবে। বৃষ্টি কিংবা অন্য কারণে রিজার্ভ ডেতে ম্যাচ নেওয়া হলেও ম্যাচের দৈর্ঘ্য একই থাকবে এবং নির্ধারিত দিনে ম্যাচ যেখানে অসমাপ্ত রাখা হয়েছিল, রিজার্ভ ডেতে খেলা সেখান থেকেই শুরু হবে।