সাবেক বাংলাদেশি ক্রিকেটার এখন কানাডার পুলিশ
বাংলাদেশের জার্সিতে তিন ফরম্যাটেই খেলেছিলেন মেহরাব হোসেন জুনিয়র। আকস্মিকভাবে ২২ বছর বয়সেই থেমে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। সুবিধা করতে পারেননি ঘরোয়া ক্রিকেটেও। সেই মেহরাব এখন আলোচনায় এসেছেন কানাডার পুলিশ বিভাগে যোগ দিয়ে।
বৃহস্পতিবার দাপ্তরিকভাবে মেহরাব কানাডায় পুলিশ বিভাগে দায়িত্ব গ্রহণ করেছেন। তার সেই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা গেছে, নায়াগ্রা আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টারে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ডিউটি ব্যাচ নিচ্ছেন বাংলাদেশের সাবেক এ বাঁহাতি ব্যাটার।
মেহরাব ক্রিকেটের পাশাপাশি দেশ ছেড়েছেন বেশ কয়েক বছর আগে। কানাডায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে বেশ ভালোই দিন কাটছে মেহরাব জুনিয়রের। ক্রিকেটের মানুষ এখন সামলাবেন কানাডার আইন শৃঙ্খলা। বাঁহাতি এই ব্যাটার কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। তিনি নিজেই গণমাধ্যমকে সেটা নিশ্চিত করেছেন। মেহরাব বলেছেন, ‘প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে আমার পুলিশের চাকরি শুরু হয়েছে এ দিন।’