এক শর্তে অবসর ভেঙে বিশ্বকাপে খেলতে রাজি হলেন স্টোকস
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৬
ওয়ানডে ক্রিকেটকে গুডবাই বলে দিয়েছিলেন বেন স্টোকস; কিন্তু আবারও ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তাকে ফিরে আসার অনুরোধ জানায় ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। স্টোকসও সেই অনুরোধে সাড়া দেন এবং ফিরে আসেন ওয়ানডে দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ খেলছেন তিনি। এরপর থাকবেন বিশ্বকাপেও।
তবে একটি শর্ত দিয়ে ওয়ানেড দলে ফিরে এসেছেন তিনি। খেলবেন বিশ্বকাপেও। কী শর্ত দিলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক? সেটা নিজেই জানিয়েছেন তিনি।
১৪ মাস আগে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেন স্টোকস। অতিরিক্ত শারীরিক চাপ সামলাতে না পেরে এই সিদ্ধান্ত নেন তিনি। ১৬ আগস্ট অবসর ভেঙে আবারও ফিরে আসেন। তবে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলারকে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে তাকে দিয়ে বল করানো যাবে না। একমাত্র সেটা হলেই তিনি ফিরতে রাজি হবেন।
- ট্যাগ:
- খেলা
- মাঠে ফেরা
- ওয়ানডে বিশ্বকাপ
- বেন স্টোকস