১৬ বছরে চীনা মুদ্রার রেকর্ড দরপতন

ডেইলি স্টার প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৮

পিপলস ব্যাংক অব চায়নার শত চেষ্টা সত্ত্বেও মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ানের দাম এখন গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন।


আজ শনিবার জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া এ তথ্য জানায়।


প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার মুদ্রাবাজারে ডলারের বিপরীতে ইউয়ানের দাম ছিল ৭ দশমিক ৩২। গতকাল তা আরও কমেছে উল্লেখ করা হলেও কত কমেছে তা বলা হয়নি।


২০০৭ সালে এমন চিত্র দেখা গিয়েছিল জানিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, সেসময় ডলারে বিপরীতে ইউয়ানের দাম নেমেছিল ৭ দশমিক ৩৫ এ।


প্রতিবেদন অনুসারে, মূলত যুক্তরাষ্ট্র ও চীনে সুদের হারের পার্থক্যের কারণে ইউয়ানের দরপতন হয়েছে। এ ছাড়াও, চীনের বাণিজ্যিক উদ্বৃত্ত ক্রমশ কমে যাওয়া ইউয়ানের দরপতনের একটি কারণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও