থাইল্যান্ড–মালয়েশিয়ার প্রস্তুতি দেখে দুঃখ হয় অনূর্ধ্ব–২৩ দলের কোচের
প্রথম আলো
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬
কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর আশা ছিল, মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ থেকে অন্তত একটা পয়েন্ট তুলে নেবে তাঁর দল। থাইল্যান্ডের চনবুরিতে এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খুব একটা খারাপ খেলেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ৮১ মিনিট পর্যন্ত প্রতিপক্ষকে ঠেকিয়ে রাখতে পেরেছিল। কিন্তু সেই দলই শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে ২-০ গোলে!
কোচ মিন্টুর দুঃখ, ‘আর কিছু সময় আটকে রাখতে পারলাম না। গোলের সুযোগও মিস করেছে ছেলেরা। এই পর্যায়ে আগাগোড়া মনোযোগ ধরে রাখাটা জরুরি। সেটির ঘাটতিই ছিল প্রথম ম্যাচে। নয়তো বাংলাদেশের খেলোয়াড়েরা যেভাবে খেলেছে, তাতে অন্তত একটা পয়েন্ট পাওয়া অসম্ভব ছিল না।’