কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দ্বিপাক্ষিক বৈঠকে সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি মোদি-বাইডেনের

ঢাকা পোষ্ট ভারত প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই বৈঠকে উভয় দেশের সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।


জি-২০ সম্মেলনের আগে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় নেতা এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।


বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ শীর্ষ সম্মেলন শনিবার শুরু হতে যাচ্ছে ভারতে। দেশটিতে মূলত ৪০ বছর পর এতবড় একটি আন্তর্জাতিক সম্মেলন হতে চলেছে। সম্মেলনে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে সদস্য, পর্যবেক্ষক ও আমন্ত্রিত দেশের শীর্ষনেতারা ইতোমধ্যেই দেশটিতে উপস্থিত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও