নোকিয়ার জনপ্রিয় ‘স্নেক গেম’ খেলা যাবে ফেসবুকে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৪
নব্বই দশকের একমাত্র মোবাইল গেম ছিল ‘স্নেক গেম’। সেটাও শুধু নোকিয়ার ফিচার ফোনেই পাওয়া যেত। স্মার্টফোন আসার পর ফিচার ফোনের সঙ্গে হারিয়ে গেছে সেই ‘স্নেক গেম’। তবে যাদের এখনো শৈশবের স্মৃতি হাতরাতে গিয়ে মন খারাপ হয় তাদের জন্য সুখবর। এখন ফেসবুকেই লেখা যাবে ‘স্নেক গেম’।
ফেসবুকের ব্যবহারকারীরা এখন নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুকেই খেলতে পারবেন জনপ্রিয় নোকিয়ার স্নেক গেম। এইচএমডি গ্লোবাল নোকিয়ার এই ক্লাসিক স্নেক গেমটি বিশ্বব্যাপী সব ফেসবুক ব্যবহারকারীদের জন্য ব্যাপকভাবে উপলব্ধ করে দিয়েছে। স্নেক গেম ফেসবুকে একটি নতুন এআর ফিল্টার রয়েছে যা সামাজিক প্ল্যাটফর্মের ক্যামেরা অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করা হয়েছে।