ডলারের মূল্যবৃদ্ধিতে ওয়ালটন মুনাফা হারাল ৪৬৯ কোটি টাকা

প্রথম আলো প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫

ইলেকট্রনিক পণ্য উৎপাদনে দেশীয় বড় কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের মুনাফা এক বছরে প্রায় ৩৬ শতাংশ বা ৪৩৩ কোটি টাকা কমেছে। তাতে গত তিন বছরের মধ্যে কোম্পানিটির মুনাফা সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ডলারের দামে অস্থিরতার কারণেই মূলত কোম্পানিটি বড় অঙ্কের মুনাফা হারিয়েছে।


গত জুনে সমাপ্ত ২০২২–২৩ অর্থবছরে ওয়ালটন প্রায় ৭৮৩ কোটি টাকা মুনাফা করেছে। এর আগের বছরে অর্থাৎ ২০২১–২২ অর্থবছরে কোম্পানিটি মুনাফা করেছিল ১ হাজার ২১৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ৪৩৩ কোটি টাকা কমেছে। ওয়ালটনের আর্থিক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা শেষে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছর শেষে এই কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে ২৫ টাকা ৮৪ পয়সায় নেমেছে, যা আগের ২০২১–২২ অর্থবছর শেষে ছিল ৪০ টাকা ১৬ পয়সা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও