বিশ্ব ফিজিওথেরাপি দিবসে ফিজিওথেরাপির গুরুত্ব
বিশ্বজুড়ে প্রতিবছর ৮ সেপ্টেম্বর পালিত হয়ে থাকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এরই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশসহ বিশ্বের ১৯০টি দেশে অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যের সঙ্গে আজ দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো ‘বাতব্যথা ও অস্থিসন্ধির প্রদাহে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব’। বাতব্যথা বা বিভিন্ন রকম আর্থ্রাইটিস কিংবা জয়েন্টের প্রদাহজনিত সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অপরিসীম।
বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস বা বাতব্যথা রোগ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, এঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, স্পন্ডাইলাইটিস অর্থোপ্যাথি ইত্যাদি রোগগুলোকে মেডিক্যালের পরিভাষায় দীর্ঘমেয়াদি বাতরোগ বা ক্রনিক আর্থ্রাইটিস ডিজর্ডার বলা হয়ে থাকে, যা সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ নয় কিন্তু ওষুধ, ফিজিওথেরাপি চিকিৎসা, কিছু ফুড সাপ্লিমেন্ট, ব্যায়াম ও লাইফ স্টাইল বা জীবনযাপনের পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়। এই ধরনের আর্থ্রাইটিস বা বাতরোগে আক্রান্ত রোগীর জয়েন্ট ব্যথার পাশাপাশি জয়েন্টগুলো স্টিফনেস বা জমাট বেঁধে যায়।