ইনস্টাগ্রামে ঘনিষ্ঠ বন্ধুদের জন্য নতুন ফিচার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৬
ফেসবুকের মতো নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে ইনস্টাগ্রামের কোনো পোস্ট করা যায় না। যে কোনো পোস্ট সব সবার জন্য উন্মুক্ত। এই সীমাবদ্ধতা নিয়ে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগের মুখে নতুন ফিচার যোগ করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামে এই ফিচার দিয়ে বাছাই করা ব্যবহারকারীদের মধ্যে পোস্ট সীমাবদ্ধ রাখা যাবে।
শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কনটেন্ট শেয়ারের সুবিধা দিতে এই ফিচার নিয়ে আসা হয়েছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানানো হয়। ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়, পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।