
বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্য জ্বালাও-পোড়াও আন্দোলন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্যই হচ্ছে জ্বালাও-পোড়াও আন্দোলন৷
আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন৷
বিএনপির আন্দোলনে সহিংসতার ঘটনা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিএনপি জামায়াত তো জ্বালাও-পোড়াও আজকে করছে না৷ আপনারা ২০১৩-১৪ সালে দেখেছেন না, কীভাবে তারা জ্বালাও-পোড়াও আন্দোলন করেছে? বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে, জীবজন্তু পর্যন্ত বাদ যায়নি। আপনারা তো সেই দৃশ্য দেখেছেন৷ বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্যই এটি৷'
তিনি আরও বলেন, 'বিএনপি-জামায়াত আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে, আর আমাদের প্রধানমন্ত্রী বার্ন হসপিটাল তৈরি করে তাদের শুশ্রূষা করেছেন৷'
'আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এ জন্য প্রস্তুত আছে। যারাই এ ধরনের অপকর্ম করছেন, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেবো,' যোগ করেন তিনি৷