কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নাটোর-৪ আসনে উপনির্বাচন ১১ অক্টোবর

প্রথম আলো নাটোর সদর প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৫

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১১ অক্টোবর এই শূন্য আসনে ভোটগ্রহণ হবে।


আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ২৩তম কমিশন সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।


তফসিল ঘোষণা করে ইসি সচিব বলেন, নাটোর-৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। ১১ অক্টোবর ভোটগ্রহণ হবে।


সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ভোট হবে ব্যালটে। এখানে কোনো সিসিটিভি থাকবে না বলেও জানান ইসি সচিব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও