রাতে না থাকলে ভেনিস শহরে ঢুকতে দিতে হবে প্রবেশ ফি
ইতালির ভেনিস হতে যাচ্ছে পৃথিবীর প্রথম শহর যেখানে ডে ট্যুরে যাওয়া পর্যটকদের অর্থ গুনতে হবে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের বসন্ত থেকে ‘ভাসমান শহরটি’তে দিনে গিয়ে দিনে ফিরে আসবেন যেসব পর্যটক তাঁদের ৫ ইউরো বা ৫ দশমিক ৪০ ডলার করে গুনতে হবে। অবশ্য প্রত্যেকটি দিনের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে না, এটি কেবল মানুষের ভিড় বেশি থাকে এমন নির্দিষ্ট কিছুদিনেই কাজ করবে।
তবে এখনই স্থায়ী সিদ্ধান্ত হিসেবে নেওয়া হচ্ছে না এটি। ভেনিস নগর কর্তৃপক্ষ ৩০ দিনের ‘পরীক্ষামূলক’ একটি পরিকল্পনা গ্রহণ করেছে। ভেনিসের মেয়র লুইজি ব্রোনিয়ারো এক্স প্লাটফর্মে (টুইটার) এ সংবাদ জানান বলে নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
- ট্যাগ:
- লাইফ
- পর্যটক
- ফি প্রস্তাবনা
- রাত্রি যাপন