চাকরি কেন যায়?
‘আমি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতাম। হাতুড়ি চালিয়ে একটি স্থাপনা ভাঙার সময় আমি একটি বিশেষ ছড়া আবৃত্তি করে তার তালে তালে হাতুড়ি চালাবার অপরাধে চাকরিচ্যুত হই।’ সেই ছড়াটির অশালীন বাংলা অনুবাদ করলে দাঁড়ায় ‘শালার কোম্পানির মায়রে বাপ’।
ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে’র মন্ত্রিসভার ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার মার্ক গার্নিয়ার তার সেক্রেটারির সঙ্গে একটুখানি গরম রসিকতা করতে গিয়ে চাকরি হারালেন। তিনি সেক্রেটারিকে বলেছেন, একা ঘুমোবে কেন? একটা সেক্সটয় কিনে নিয়ে যাও। তিনি ব্র্যান্ডও বলে দিয়েছিলেন। মার্ক গার্নিয়ারের আফসোস উপকারীকে বাঘে খায়।
‘আমার প্রথম চাকরিটা ছিল ডিশওয়াশিং। ১৮ বছর বয়সে বিনা অভিজ্ঞতায় কাজটা আমার ভালোই লাগছিল। কাজের কথাটা মাকে বললাম। কিন্তু এতটুকু ছেলেকে দিয়ে কেন ডিশওয়াশিং করায় মা তা চাকরিদাতাকে ফোনে জিজ্ঞেস করল। পরদিন অফিসে আর ঢুকতেই পারলাম না। গেটকিপার একটা চিঠি ধরিয়ে দিল, অফিসের সিক্রেটস ফাঁস করার দায়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে।’
- ট্যাগ:
- মতামত
- চাকরি
- চাকরিচ্যুত