‘ঢাকায় মশারি কিনতে পারেন না, এমন মানুষ আছে বলে জানা নেই’
প্রথম আলো
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:১১
ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সরকারের ব্যর্থতা নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে সংসদে বাহাস হয়েছে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর বিল, ২০২৩’–এর ওপর আলোচনায় এই বাহাস হয়। আলোচনায় প্রথমে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে মশা মারতে প্রয়োজনে কামান দাগাতে হবে। সেই সঙ্গে নাগরিকদের এক কোটি মশারি দেওয়ারও দাবি জানান তিনি।
এর জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকা শহরে মশারি কিনতে পারেন না, এমন মানুষ আছে বলে তাঁর জানা নেই। কিন্তু মশারি ব্যবহার না করার প্রবণতা আছে।